আলীকদমে অটোরিক্সা চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় অটোরিক্সা চাপায় শাহরিয়া সুলতানা তাবাচ্চুম নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে সে মারা যায়। তাবাচ্ছুম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভু আব্বাস কারবারী পাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিনের মেয়ে। সে নয়াপাড়া ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার ৩য় শ্রেণীতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় সূত্র জানায়, ১লা বৈশাখের দিন অনুষ্ঠান শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার সময় আলীকদম-পোয়ামুহুরী সড়কের মাতামুহুরী ব্রীজের উপর বেপরোয়া গতীতে ছুটে আসা একটি অটোরিক্সা (টমটম) তাবাচ্ছুমকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মারা যায়।
এই ব্যাপারে আলীকদম থানা পুলিশের উপ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, তাবাচ্ছুমের অভিভাবকরা এটাকে একটা দুর্ঘটনা মনে করে এবিষয়ে কোন প্রকার আইনি ব্যবস্থা নিতে চাননি। কারো উপর কোন দাবি দাওয়া কিংবা অভিযোগ নেই বলে জানিয়েছেন। যার কারণে আমরা এব্যপারে আইনি পদক্ষেপ নিতে পারিনি।

আরও পড়ুন