আলীকদমে অভিযানে ২১৭০ পিস ইয়াবাসহ আটক ১

NewsDetails_01

আলীকদমে ইয়াবাসহ আটক মো. ইদ্রিস
বান্দরবানের আলীকদম উপজেলায় ২ হাজার ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আলীকদম সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গত বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের নজীর মেম্বার পাড়ায় মৃত গোলাম নবীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তার ছেলে মো. ইদ্রিস (২২) কে আটক করেছে।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর জামান এর নেতৃত্বে একটি সেনা টিম নয়া পাড়া ইউনিয়নের নজীর মেম্বার পাড়ায় সাড়াশি অভিযান চালায়। আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরসহ পুলিশের একটি টিমও সেনাবাহিনীর সাথে অভিযানে যুক্ত ছিল। এসময় তারা মো. ইদ্রিসকে ২১৭০ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা উপপরিদর্শক মোঃ আজমঙ্গীর বলেন, ২১৭০ পিস ইয়াবা সহ আটক মো.ইদ্রিস থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন