অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা বলেন, আজ শনিবার বিকালে বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হলে একে একে পুড়ে যায় ৫টি ঘর। থাকার মত জায়গায় না থাকা আশ্রয়ন প্রকল্পে বসবাস করছি, এমনিতে বর্তমানে কোন কাজ না থাকায় আমরা তিন বেলা খাবার জোগাড় করতে অনেক কষ্ট হয়। একটু একটু যা তৈরী করেছি, আগুনে সবকিছু শেষ করে দিয়েছে। এখন আমরা নিঃস্ব। এখন কিভাবে থাকব, কোথায় খাব? কোন কিছু তো বের করতে পারি নি।
আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার জানান, বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং আনুমানিত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান।