আলীকদমে আগুনে নিঃস্ব হলো ৫ পরিবার

NewsDetails_01

আলীকদমে আগুনে পুড়ে যাওয়া বসতঘর
বান্দরবানের আলীকদম উপজেলার আমতলী আশ্রয়ন প্রকল্পে আগুনে পুড়ে গেছে ৫ টি ঘর। আজ শনিবার বিকালে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের দমকলকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা বলেন, আজ শনিবার বিকালে বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হলে একে একে পুড়ে যায় ৫টি ঘর। থাকার মত জায়গায় না থাকা আশ্রয়ন প্রকল্পে বসবাস করছি, এমনিতে বর্তমানে কোন কাজ না থাকায় আমরা তিন বেলা খাবার জোগাড় করতে অনেক কষ্ট হয়। একটু একটু যা তৈরী করেছি, আগুনে সবকিছু শেষ করে দিয়েছে। এখন আমরা নিঃস্ব। এখন কিভাবে থাকব, কোথায় খাব? কোন কিছু তো বের করতে পারি নি।
আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার জানান, বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং আনুমানিত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান।

আরও পড়ুন