আলীকদমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

NewsDetails_01

আলীকদমে সাক্ষরতা দিবসের র‌্যালিতে নেতৃত্ব দিচ্ছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম
বান্দরবানের আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টার দিকে বেসরকারী সংস্থা কারিতাস ও সোনে ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ^ গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালী বের করা হয়।
র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম। এতে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

আরও পড়ুন