র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম। এতে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।