আলীকদমে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে মামলার আসামী
পুলিশ ভূমিকা নিয়ে প্রশ্ন
মোঃ ইউনুচ মিয়া। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে আলীকদমে গরু ব্যবসায়ী সিন্ডিকেটের আলোচিত ব্যক্তি। গত ২০ সেপ্টেম্বর সকালে ‘প্রাণীর স্বাস্থ্য সনদ’ জাল করে গরু পাচারকালে বিজিবি এবং ইউএনও’র গঠিত ট্রার্স্কফোর্স অভিযানে ৪১টি গরু আটক করেন।
এরপর অনুসন্ধানে প্রশাসনের নজরে আসে স্বাক্ষর জাল করে প্রাণীর স্বাস্থ্য সনদ’ তৈরী করেছে ইউনুচ। এ ঘটনায় উপসহকারী প্রাণি কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে রাওহা পারভেজ বাদী হয়ে ওইদিন রাতেই প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ইউএনও’র বিরুদ্ধে একদল মানুষ বিক্ষোভ মিছিল করেন। এতে দেখা যাচ্ছে মামলার আসামী ইউনুচও মিছিলে অংশ নিয়েছে! একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মিছিলে এগিয়ে গিয়ে ওসি স্বয়ং ইউনুচের সাথে কথা বলে কাগজ চাইছেন।
সচেতন মহল বিস্ময়ে হতবাক! কী করে মামলার এজাহারভূক্ত আসামী জামিনে না এসে এভাবে প্রকাশ্যে মিছিলে অংশ নিতে পারে!
এ ব্যাপারে আলীকদম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন সরকারের কোন বক্তব্য পাওয়া যায়নি।