আলীকদমে ইয়াবাসহ আটক ১

purabi burmese market

বান্দরবানের আলীকদম উপজেলায় ৮ হাজার ৬ শত পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যাক্তির হলেন, সিরাজ কাবারী পাড়ার বাসিন্দা মৃত মোঃ শামশুল আলমের ছেলে মোঃ ঈসমাইল।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, ইয়াবা বিক্রির জন্য ইয়াবা বিক্রেতা তারাবুনিয়া এলাকায় অপেক্ষা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তারাবুনিয়া এলাকায় অভিযান চালায় আলীকদম সেনাজোন ২৩ বীর। এসময় তল্লাশি করে ৮ হাজার ৬ শত ইয়াবাসহ ঈসমাইলকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক কমল মালাকার বলেন, থানায় ইয়াবাসহ আটক ব্যক্তিকে সেনাবাহিনী হস্তান্তর করেছে, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।