বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)সকালে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। ইয়াবাসহ আটককৃতরা হলেন, মোহাম্মদ নুর ও মোহাম্মদ ফোরকান।

আলীকদম থানার এসআই ইমাম হোসেন জানান,উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার নাজিম উদ্দিন প্রকাশ কানা নাজিমের বাড়ীর একটি কক্ষে ইয়াবা বিক্রির উদ্দেশ্য এই দুই ব্যবসায়ি অবস্থান করছে,এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের পকেট থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি)মোঃমনির হোসেন জানান, আটক কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।