আলীকদমে ‘এতিম শিশু সুরক্ষায় সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালা

NewsDetails_01

আলীকদমে এতিম শিশুর সুরক্ষায় সমাজের করণীয় শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন নির্বাহী অফিসার নাজিমুল হায়দার
বান্দরবানের আলীকদম উপজেলায় এতিম শিশুর সুরক্ষায় সমাজের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ইসলামিয়া এতিমখানা প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শাহী নেওয়াজের উদ্যোগে আয়োজিত কর্মশালায় এতিম শিশুর সুরক্ষায় সরকারের ভুমিকার ওপর বিস্তারিত তুলে ধরেন, নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার। এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি মো. মফিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান এতিম শিশুর লালন-পালন ও পূণর্বাসনে জন প্রতিনিধিদের ভুমিকার ওপর বিস্তারিত তুলে ধরেন।
এতিম শিশুর শারিরীক, মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর বিস্তারিত ধারণা দেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। শিশু নির্যাতন রোধে সমাজের ভুমিকার ওপর তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা এবং এতিম শিশুর শিক্ষার অধিকার বাস্তবায়নের ওপর চৈক্ষ্যং উচচ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাকিদরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, এতিম শিশুরা খুবই অসহায়। তাদেরকে নিজের সন্তানের মত করে দেখা সকলের নৈতিক দায়িত্ব। তাহলে এতিম আর এতিম থাকবেনা । তারা আরও বলেন, এতিমদের কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে। তাই এতিমদের লালন পালনে সমাজের বিত্তবান মানুষগুলোকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন