আলীকদমে এবার ৮১ জন রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে অনুপ্রবেশ

বান্দরবানের আল‌ীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনু প্রবেশের সময় ৮১ জন রো‌হিঙ্গা‌কে আটক ক‌রা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলীকদম উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়ার পর গতকাল (রোববার) রাত থেকে অভিযানে নামে স্থানীয় প্রশাসন। এসময় সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদ‌ম উপজেলা বাস স্টেশন থেকে ৪২ জন, কানামাঝি ক্যাম্প থেকে ২৪জন , চক্ষ্যং ইউনিয়ন ব্রিজ থেকে ১৪ জন এবং বিজিবি কর্তৃক ১ জনসহ মোট ৮১ জন রোহিঙ্গাকে কে আটক করা হয়।

NewsDetails_03

আরো জানান, জেলার আল‌ীকদম সীমান্ত দি‌য়ে বাংলাদেশে প্রবেশে করে ৮১ রো‌হিঙ্গা‌, তাদের মধ্যে নারী ও বেশি শিশুও রয়েছে। তারা বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা প্রশাসনকে খবর জানালে প্রশাসন তা‌দের আটক করে। প‌রে স্থানীয় প্রশাসন তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

এদিকে জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বছরের পর বছর রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসলেও এই প্রথম এত বেশি রোহিঙ্গা আলীকদম সীমান্ত দিয়ে অনু প্রবেশ করায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা বিরোধী অভিযান জোরদার করতে দাবী জানান।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপায়ন দেব জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কিনা খুঁজে বের করা হবে, সেই সাথে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে।

আরও পড়ুন