বান্দরবানের আলীকদম উপজেলার গৃহবধু জান্নাতুল বকেয়া (২৫) হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রেপারপাড়া বাজার এলাকার বাসিন্দা শফিউল আলমের ছেলে হেফাজুতুর রহমান চৌধুরী (৩১) ও নুর আহমদের ছেলে মোজাম্মেল হক (৪৮)।
সূত্র জানায়, গত ২০১৭ সালের ১৭ আগষ্ট আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকার নুরুল কবির গ্রামের নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী জান্নাতুল বকেয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। জান্নাতুল বকেয়া সৌদি প্রবাসী মোর্শেদ আলম বাবুর স্ত্রীর। ছোট দুই প্রতিবন্ধী শিশুকে নিয়ে বাড়িতে একা থাকতেন জন্নাতুল বকেয়া। এ ঘটনায় নিহতের মা মুহছেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আলীকদম থানায় হত্যা মামলা দায়ের করেন ( হত্যা মামলা নং ৫)। মামলার সূত্র ধরে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীর ও স্বপন চন্দ্র বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় রবিবার সকাল ৮টার দিকে চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে মোজাম্মেল হককে আটক করা। পরে তার দেয়া তথ্য মতে মঙ্গলবার রাত ৮টার দিকে রেপার পাড়া বাজার এলাকা থেকে হেফাজুতুর রহমান চৌধুরীকে আটক করেন।
হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের সত্যতা আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ নিশ্চিত করেন।