বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা এবং জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।
জনগণকে অবহিতকরণসহ উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের জন্য লামা তথ্য অফিসের বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বিকালে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম। আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, লামা জেলা সহকারি তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী। সভায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শেষে বিভিন্ন বিষয়ের ওপর জনসচেতনতা মূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।