আলীকদমে জমি সংক্রান্ত বিরোধ : দুই পক্ষের সংঘর্ষে আহত ১১ জন

NewsDetails_01

বান্দরবান জেলার আলীকদমে উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আহতরা হলেন,মাংখাই মুরুং, স্বাক্ষম মুরুং, তংএ মুরুং, সংইয়া মুরুং, লাইপাও মুরুং, নুরুল আমিন, রোকসানা বেগম, জরিনা বেগম,মরিয়ম বেগম, আনোয়ারা বেগম,নুরুল আজিজ ।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় মৃত মোহাম্মদ বশিরের ছেলে মোঃনুরুল আমিন গংয়ের সাথে ময়ক মুরুংয়ের ছেলে মাংখাই মুরুং গংদের সাথে সকাল ৭টার সময় আলীকদম উপজেলার ২নং ইউনিয়নের সোনাইছািড় এলাকায় উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি ও একজনকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করার হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানান।

NewsDetails_03

স্থানীয়রা জানায়,পয়ক মুরুং হতে মৃত মোহাম্মদ বশির ২০০৮ সালে ৪০ শতক জায়গা দেশী বায়নানামার মূলে ক্রয় করেন। শর্ত অনুসারে দেশী দলিল করার সময় অর্ধেক টাকা পরিশোধ করেন এবং বাকী টাকা জমি রেজিস্ট্রি করার কথা থাকলেও মোহাম্মদ বশির জমি রেজিস্ট্রি করার পূর্বে মারা যান। বাকি টাকা না দিয়ে জমি ভোগদখল করায়, ময়ক মুরুং জমি দখল দিতে অপারগতা প্রকাশ করেন এবং জমি দখলের জের ধরে বেশ কয়েকবার বিরোধে জড়িয়ে পড়েন দুই পক্ষই।

স্থানীয়রা আরও জানায়, গতকাল (০৯ সেপ্টেম্বর) মোঃ বশিরের ছেলে নুরুল আমিনের পরিবার সন্ধ্যায় উক্ত জায়গায় সীমানা খুটি ও ঘর নির্মাণ করেন,রাতে পয়ক মুরুংয়ের ছেলে মাংখাই মুরুংয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে সীমানা খুটি ও ঘর ভেঙ্গে দেয় । পুনরায় ভোর বেলা নুরুল আমিনের পরিবার টিন দিয়ে সীমানা প্রাচীর ও ঘর নির্মান করেন। মাংখাই মুরুংয়ের পরিবার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সীমানা প্রাচীর ও ঘর ভাঙ্গার চেষ্টা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানান।

আলীকদম থানা অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, এখন পর্যন্ত কেউ এবিষয়ে থানা অভিযোগ করেনি। থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন