আলীকদমে জুম চাষির লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় নদী থেকে লিংতই ম্রো (৪৮) নামে এক জুম চাষির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে মাতামুহুরী নদীর চৈক্ষ্যং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লিংতই ম্রো ৪ নম্বর কুরুক পাতা ইউনিয়নের আমেন পাড়ার লংকক ম্রো’র ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, লিংতই ম্রো গত সোমবার তার খামার ঘরে পূজা করতে গিয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি স্বজনেরা। এক পর্যায়ে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং এলাকার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
জুমচাষী লিংতই ম্রোর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের আবেদন অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন