আলীকদমে জেলা পরিষদের কম্বল পেল ১ হাজার পরিবার

NewsDetails_01

বান্দরবানের আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের অতি দরিদ্র ও অসহায় ২৫০ জনের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার(১ মার্চ) বেলা ১২ টার দিকে নয়াপাড়া ইউনিয়নের হলরুমে শীত কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

নয়াপাড়া ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগে সভাপতি মংব্রাচিং মারমা,দুংড়িমং মার্মা,নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মাসহ ইউপি সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা বলেন, চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি-আর খাত হতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের জন্য ১ হাজার কম্বল বরাদ্দ করা হয়। এরইমধ্যে প্রত্যেক ইউনিয়নে ২শত ৫০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন