আলীকদমে টমটম চাপায় শিশু নিহত
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় যাত্রীবাহি একটি টমটম গাড়ি চাপায় মিশু আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কানামাঝির ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মিশু আক্তার কানামাঝির ঘাট এলাকার বাসিন্দা মিনহাজ উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে আলীকদম-লামা সড়কের কানামাঝির ঘাটস্থ রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি যাত্রীবাহি টমটম শিশু মিশুকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিশু আক্তারকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।