আলীকদমে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবা‌নের আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাব‌নিয়ার চারা বটতলী নামক স্থানে ডাম্পারের (মি‌নি ট্রাক) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহ‌ত‌রা হলেন, জেলার আলীকদ‌ম উপজেলার সদর ইউনিয়নের বাজার পাড়ার বাসিন্দা বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আমিন (৩৪) ও মিনহাজ (৩৫)।

আজ শ‌নিবার (১৮জানুয়ারি) দুপু‌রে আলীকদ‌মের চৈক্ষং ইউনিয়নের চারা বটতল-তারাব‌ুনিয়ায় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

NewsDetails_03

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার (মি‌নি ট্রাক) গাড়ি নং-চট্রগ্রাম ল-৭২ কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল। অপর দি‌ক থে‌কে এক‌টি মোটরসাইকেলে তিনজন আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এ সময় তারাব‌ুনিয়ায়-চারা বটতলী এলাকায় পৌঁছা‌লে ডাম্পারটি (মি‌নি ট্রাক) মোটরসাইকে‌লটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থ‌লে‌ই মোটরসাইকে‌লে থাকা তিন আরোহীর মৃত‌্যু হয়। এসময় ঘাতক ট্রাক‌টিকে স্থানীয়রা আটক করে।

এই বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন ব‌লেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন