আলীকদমে নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরব ঐতিহ্য সংগ্রামের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।

আজ বুধবার (২৭ জুলাই) বিকাল ০৩ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নানা আয়োজন মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। এসময় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কেক কাটে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

NewsDetails_03

আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামরুল হাসান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সমরঞ্জন বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান,ফোগ্য মার্মা, উপজেলা যুবলীগের শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ সেচ্ছাসেবকলীগের উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন