আলীকদমে নারী পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ১জন
বান্দরবানের আলীকদম উপজেলার তৈনখালে ভেসে আসা আরো একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আলীকদম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার (১৩জুন) সকাল সাড়ে ১০টায় তৈন খালের আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ স্মৃতি আক্তার (২৪) নামে একজন নারী পর্যটকের। নিহত স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মো: হাবিবুর রহমানের মেয়ে।
আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলা সাড়ে ১০টা আমতলী ঘাটে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিচয় নিশ্চিত করে জানা যায়, তিনি নারী পর্যটক স্মৃতি।

জানা গেছে, গত সোমবার (৯ জুন) ‘বর্ষা’ নামে একজন নারী ট্যুর আপারেটরের নেতৃত্বে ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের ৩৩ সদস্যের একটি পর্যটক দল আলীকদমে আসে। দলের সহ-সমন্বয়কারী ছিলেন হাসান চৌধুরী নামের একজন এবং স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া। দলটি দুটি ভাগে বিভক্ত ছিলG একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন ও ২২ জনের দল থেকেই দুইজন পর্যটক ও একজন ট্যুর অপারেটর তৈন খালের প্রবল স্রোতে ভেসে যায়।
স্থানীয়রা জানায়, তারা তৈন খাল হয়ে দুর্গম ক্রিস্টং পাহাড়ের দিকে রওনা দেয়। পথে তৈন খালের প্রবল স্রোতে তিনজন পর্যটক ভেসে যান। তাদের মধ্যে গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবার নারী পর্যটক স্মৃতির মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী নামের একজন ট্যুর অপারেটর।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার পর্যটক শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবার নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।