আলীকদমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রশাসনের অভিযান

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায় রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত আলীকদম বাজারের মাছের দোকান, ফলের দোকান ও নিত্যপণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

NewsDetails_03

এসময় বাজারের নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণসহ বিভিন্ন কারণে ১২টি দোকানের মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে, কোন ব্যবসায়ীর বিরুদ্ধে পণ্যের অধিক মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন