আলীকদমে নির্বাচনী প্রচার উপ কমিটির মত বিনিময় সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে সামনে রেখে নির্বাচনী প্রচার উপ-কমিটির মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবানের আলীকদম উপজেলায় দামতুয়া রেস্টুরেন্টের হল রুমে ৩০০ নং আসনে নৌকার মনোনয়ন প্রার্থী বীর বাহাদুর উসেসিং’কে সপ্তম বারের মতো জয়যুক্ত করার জন্য প্রস্তুতিমূলক প্রচারণায় আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।
শফিউল আলমকে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচার সম্পাদক ও উপ প্রচার সম্পাদকদেরকে সদস্য করে ১৮ জনকে নিয়ে নির্বাচন প্রচার উপ-কমিটি গঠন করা হয়।
নাজমুল হাসান বাবলু সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনন্দ দাশ, কৌশিক দাশসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।