আলীকদমে পালিয়ে আসা রোহিঙ্গা বাবা ও মেয়ে আটক
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা বাবা ও মেয়েকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,টেকনাফ চাকমার কুল রোহিঙ্গা শরনার্থী ই – ওয়ান ব্লকের ২১ নং ক্যাম্প বাসিন্দা নুরুল আমিন(৪৫) ও নুরুল আমিনের মেয়ে মাইজুমা বেগম (১৮)।
আলীকদম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার থানা পাড়া থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা টেকনাফ চাকমার কুল রোহিঙ্গা শরনার্থী থেকে আলীকদম পালিয়ে আসে। আটককৃত মাইজুমা বেগম প্রায় ১০ দিন আগে এক রোহিঙ্গা ছেলের সাথে পালিয়ে আলীকদম আসে ও তার বাবা আসে গত মঙ্গলবারে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বলেন, আটককৃত রোহিঙ্গা শরনার্থী বাবা ও মেয়েকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আটক হওয়ার আগে গোপনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আটককৃতদের আত্মীয় মোঃআবু শামা। পরে জানাজানি হলে পুলিশ এসে তাদের হেফাজতে নেন বলে জানায় স্থানীয়রা।