আলীকদমে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আঠাগুদা (পুকুর) গোসলে নেমে দুই বোনের (শিশু) মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো, সিরাজ কার্বারী পাড়া বাসিন্দা আব্দুল্লাহ দুই মেয়ে মারফা আক্তার (৭) ও মাহফুজা আক্তার (৪)। শুক্রবার রাত সাড়ে ১১ টায় পুকুর থেকে মাহফুজা আক্তার লাশ উদ্ধার করে ও শনিবার ভোরে মারুফা আক্তারের উদ্ধার করেন এলাকাবাসী।

NewsDetails_03

নিহতের পিতা আব্দুল্লাহ্ জানান, দুই মেয়ে সন্ধ্যায় বাড়ী না আসায় পরিবার ও সবাই মিলে খোজাখুজি করি। এক পর্যায় রাত ১১ টায় ছোট মেয়ে মাহফুজা আক্তারের লাশ পুকুরে ভেসে উঠে। শনিবার ভোর ৫টার দিকে বড় মেয়ে মারফা আক্তারকে পুকুরে ভাসমান অবস্থায় পাই। বিকাল ৪ টা থেকে ৫টার মধ্যে গোসল করতে নেমে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পরিবার।

এই ব্যাপারে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, সাঁতার না জানা গভীর পানি চলে যাওয়ায় এই মৃত্যু হতে পারে।

এদিকে দূর্ঘটনার খবর শুনে শুক্রবার রাতে ঘটনা স্থানে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দীন সরকার।

আরও পড়ুন