আলীকদমে প্রথমবারের মত তাল গাছের বীজ রোপণ

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রথম বারের মত তাল গাছের বীজ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আলীকদম মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলের তুলাতুলী এলাকায় লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বীজ রোপণের মাধ্যমে এই কর্সসূচী উদ্বোধন করেন।লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নিজস্ব উদ্যোগে তাল গাছের বীজ রোপণ ও বিতরণ করেন।

NewsDetails_03

এসময় উক্ত তালগাছ রোপণ কর্মসূচীতে আলীকদম তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মিনার চৌধুরী,লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নুর এ আলম হাফেজসহ বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার বলেন,লামা- আলীকদমে তাল গাছ নাই। প্রায় বজ্রপাতে মানুষ মারা যাওয়ার খবর শুনি ও মর্মাহত হই। তাই ফেনী থেকে ৫ হাজার তাল বীজ আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও আনা হবে। বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ থেকে বাচঁতে তাল গাছের বিকল্প নেই।

আর আগে উক্ত কর্মকর্তা আলীকদম চন্দ্র মোহন পাড়ায় স্থানীয়দের মাঝে তাল গাছের বীজ বিতরণ করেন।

আরও পড়ুন