আলীকদমে প্রবীণ সুরক্ষায় সমাজের করণীয় শীর্ষক সেমিনার

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় ‘প্রবীণ সুরক্ষায় সমাজের করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম।

আলীকদমস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও বেসরকারী সংস্থা কারিতাস এস.ডি.ডি.বি প্রকল্প এ সেমিনারের আয়োজন করে। এতে চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ প্রধান বক্তা ছিলেন।

এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানভীর হাসান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রফিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুল হুদা সিদ্দিকি বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে অন্যদের মধ্যে বেসরকারী সংস্থা কারিতাস এস.ডি.ডি.বি প্রকল্পের এনিমেটর বাজেরুং ত্রিপুরা, এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ সহায়ক সামছুল হক, প্রবীণদের মধ্যে জাহাঙ্গীর কবির, ছাবেরা খাতুন ও আবদুল খালেক প্রবীণদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

NewsDetails_03

সেমিনার শেষে প্রবীণদের সেবায় বিশেষ ভুমিকা রাখায় নারীদের মধ্য থেকে নির্বাচিত সুইনু মার্মাকে এবং পুরুষদের মধ্য থেকে লুৎফর রহমানকে প্রবীণ সেবা পদক’১৯ প্রদান করেন অতিথিবৃন্দ। সেমিনারে শতাধিক প্রবীণ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, প্রবীণরা সম্পর্কে কারো না কারো বাবা-মা, চাচা-চাচী, দাদা-দাদী, নানা-নানী, ভাই-বোন হয়ে থাকেন। তারা জন্ম দেওয়ার পর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লালন পালন করে কর্মও দেন। প্রবীণদের ত্যাগের ফসল আজকের এ দেশ। তাই প্রবীণদেরকে সব সময় সম্মান করতে হবে। তাদের ভরণ-পোষন, চিকিৎসা সন্তানকেই নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, প্রবীণ বাবা মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কোন সন্তানের পক্ষে কিছুই অর্জন সম্ভব নয়। পিতা মাতার ভরণ পোষণ আইন ২০১৩ বাস্তবায়ন করেছে সরকার।

আরও পড়ুন