মিয়ানমারের থেকে চোরাকারবারীরা বান্দরবানের আলীকদম উপজেলা দিয়ে ট্রাকে করে পাঁচারকালে ৪০টি গরু আটক করেছে আলীকদম ব্যাটালিয়ানের ৫৭ বিজিবি।
আজ মঙ্গলবার (২৩ মে) রাত ২টায় আলীকদম সীমান্তের পোয়ামুহুড়ি-আলীকদম সড়ক থেকে এসব গরু আটক করা হয়।
বিজিবি জানায়, মিয়ানমারের হতে আলীকদমের সীমান্ত পথে ট্রাক দিয়ে অবৈধ ভাবে গরু আনা হচ্ছে। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক মঙ্গলবার (২৩ মে) রাত এগারোটায় দ্রুত আলীকদমের দক্ষিণে ৭ কি:মি: দূরে একটি চেকপোস্ট স্থাপন করেন। গরু চোরাকারবারীরা বিষয়টি জানতে পেরে ট্রাক থেকে গরু নামিয়ে বিকল্প রাস্তায় গভীর জঙ্গল দিয়ে গরু গুলো নিয়ে যেতে চাইলে অধিনায়কের নেতৃত্বে বিজিবির টহল দল জঙ্গলের ভেতর থেকে রাত ২টার সময় ৪০টি গরু আটক করে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন জানান, আটককৃত ৪০টি গরু বুধবার (২৪ মে) বান্দরবান কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত পথে অবৈধভাবে দ্রব্যসামগ্রী পাচার হওয়ার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক আছে।