আলীকদমে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি
বান্দরবানের আলীকদমের দূর্গম এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও বস্ত্র সামগ্রী (শাড়ী ও লুঙ্গি) বিতরণ এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি।
আজ শনিবার (০৯ এপ্রিল) সকালে আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর প্রাঙ্গনে বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপস্থিত থেকে স্থানীয় দুঃস্থ অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী পরিবারের মাঝে ১শ টি শাড়ী, ১শ টি লুঙ্গি এবং ১শ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ ও ২ শতাধিক মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন।

এসময় তিনি বলেন, আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি বাংলাদেশের দুর্গম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তের বিজিবি ক্যাম্পগুলো দায়িত্ব পালন করছে। প্রতিষ্ঠার পর থেকে ৫৭ বিজিবি আলীকদম ও থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির অধিনায়ক, সকল কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।