আলীকদমে বাজার পরিষ্কারের অভিযানে সেনা জোন
বান্দরবানের আলীকদমে সেনা জোনের তত্ত্বাবধান বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯ ঘঠিকার সময় আলীকদম উপজেলার পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব, আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান আলীকদম বাজারের সকল ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।
এই সময় আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, জোন কমান্ডার কর্তৃক আলীকদম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বাজার সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানান তিনি।