আলীকদমে বিএনপি’র সম্প্রীতির সমাবেশ

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় জেলা ও উপজেলা বিএনপি’র সমন্বয়ের উদ্যোগের সম্প্রীতি সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বর্ণাঢ্য গণমিছিল ও র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম বাজারে মধ্যম গলিতে বিএনপি’র সম্প্রীতির সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়।

NewsDetails_03

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল সাফা বাবু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, আলীকদম উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভূট্টো ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোনো নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বান্দরবানের উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ, এলজিইডি,জনস্বাস্থ্য থেকে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদের বিচার এই বাংলার মাটি হবে।

আরও পড়ুন