বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এথিনু মার্মা (৫) নামের এক শিশু মারা গেছে। শনিবার সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের থোয়াইচিং হেডম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এথিনু মার্মা থোয়াইচিং হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যউচিং মার্মার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে এথিনু মার্মা ঘরে খেলারচ্ছলে একটি ছেড়া বিদ্যুত তারের সঙ্গে স্পৃষ্ট হয়। স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এথিনু মার্মার মৃত্যুর সত্যতা আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান নিশ্চিত করেছেন।