বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বান্দরবান জেলার আলীকদম সেনা জোন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে কর্নেল শওকতুল মোনায়েম আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ তিন লক্ষ এগারো হাজার চারশত বিরানব্বই টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজও করে সেনাবাহিনী। এছাড়াও দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।