আলীকদমে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মামুন (৩২)। সে আলীকদম উপজেলার আলী নেওয়াজের ছেলে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

NewsDetails_03

সূত্রে জানা যায়, আলীকদমের রেপারপাড়া এলাকার চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মামুন। কাজ করার সময় বিদ্যালয় ভবনের ৪র্থ তলা থেকে সে নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে
উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন সরকার বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন