আলীকদমে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

NewsDetails_01

আলীকদমে বালু উত্তোলন করে পরিবহনের সময় জব্দ করা ট্রাক
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট।
আজ বৃহস্পতিবার দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও আলীকদম উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃনাজিমুল হায়দার এই অভিযান পরিচালনা করেন। এসময় আলীকদম ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ও নজির মেম্বার পাড়া জমানো পাথর ভাঙ্গানোর কাজে নিয়োজিত শ্রমিক মোঃফজুল কাদের, মোঃ ইমরানকে পরিবেশ সংরক্ষণ আইনের ধারায় ২ জনকে ১০ হাজার করে মোট ২০ হাজার এবং বালু পাড়াস্থ মাতামুহুরি নদীর পাড় থেকে বালু উত্তোলন করে পরিবহনের সময় মোঃআরিফ নামে এক মিনি ট্রাক(ডাম্পার) চালককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০,ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভবিষ্যতে এমন অভিযান অব্যহত থাকবে জানান, আলীকদম উপজেলা নির্বাহী অসিসার ও আলীকদম নির্বাহী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃনাজিমুল হায়দায়।

আরও পড়ুন