আলীকদমে মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ জন আহত

বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড় এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে পাচঁটার সময় এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, লামা হরিণঝিরি এলাকার বাসিন্দা শাহেদ আলী (৪০),কুরবান আলী (৬৩) ও আলীকদম আমতলী এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন (২৫)।

NewsDetails_03

আলীকদম থানচি সড়কের মোটরসাইকেল চালক মোঃফারুক জানায়, আহত মোটর সাইকেল চালক কুতুবউদ্দিন আহত উক্ত দুই যাত্রীকে নিয়ে থানচি যাওয়ার সময় ডিম পাহাড় এলাকায় রাস্তার পাশে জঙ্গল থেকে একদল বন্য শুকুর রাস্তার উপর চলে আসে এবং মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে রাস্তায় যাত্রীসহ চালক পড়ে গিয়ে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আলীকদম উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার মোঃআমিনুল ইসলাম জানায়,আহত তিনজনের মধ্যে যাত্রী দুইজনের অবস্থা আশংকা জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য রেফার করার হয়েছে এবং আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন