আলীকদমে যৌথ অভিযানে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ ৩ জন আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় ৪ নং কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতি এলাকার ত্রিপুরা পাড়ায় ১৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। আজ শুক্রবার দিবাগত রাত একটার দিকে এই অভিযানটি পরিচালনা করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে ছোট বেতি ত্রিপুরা পাড়ায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৪,৫০০ ইয়াবাসহ (যার বাজার মূল্য ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা) তিনজন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।

NewsDetails_03

আটককৃতরা হলেন, কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৭)। এছাড়াও পাচাকারী চক্রের এক ইয়াবা ব্যবসায়ী পলাতক রয়েছে। পলাতক ইয়াবা ব্যবসায়ীর নাম রওগাও ত্রিপুরা (৪৭)।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার সেকেন্ড অফিসার এসআই শাহাদাৎ হোসেন বলেন, রাত একটার দিকে অভিযানটি শুরু হয়েছে। এসময় ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আলীকদম থানায় মাদক মামলায় তিনজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন