আলীকদমে শপথ নিলেন ৩ ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা
বান্দরবানের আলীকদমের তিন ইউনিয়নের নবনির্বাচিত ৩৬ জন সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যরা শপথ নিয়েছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরের উপজেলা পরিষদের সভা কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ও নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, এম.কফিল উদ্দিন, ক্রাতপুং ম্রো।
শপথ অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান বলেন, আপনারা যারা ইউপি সদস্য হয়েছেন তাদেরকে সব বিষয়ে সজাগ থাকতে হবে। আলীকদমে মাদক ব্যাপক ছড়িয়ে পড়ছেন, আপনারা (ইউপি সদস্য) আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে।
তিনি আরও বলেন, জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনাদের ইউপি সদস্য নির্বাচিত করেছেন জনগণের কাজ করার জন্য, তাই আপনারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন,প্রভু হিসেবে নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অঃদাঃ) মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, তৃণমূল পর্যায়ে ইউপি সদস্যদের সাথে জনগণের সম্পৃক্ততা ও কাজের সুযোগ বেশী । আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য, তাই জনগণের সুখে, দুঃখে আপনারা পাশে থাকবেন এবং নিয়ম কানুন মেনে চলবেন। সরকারের উন্নয়নসহ সব কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার দিক নির্দেশনা দেন।