আলীকদমে শিক্ষক পুর্ণমিলনী ও শিক্ষকদের সম্মাননা প্রদান

NewsDetails_01

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বান্দরবান জেলার আলীকদম শাখার উদ্যোগে শিক্ষক পুর্ণমিলনী ও অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটায় আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবালের সভাপতিত্বে পুর্ণমিনলী ও সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা।

NewsDetails_03

আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা,উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইস্কান্দর নূরী,উপজেলার ইউ.আর.সি ইন্সট্রাক্টর মোঃ সাহাদাত হোসাইন চৌধুরী,আলীকদম চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃনাছির উদ্দিন, ফোগ্য মার্মা,ফেরদৌস রহমান, ক্রাতপুং ম্রো,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন প্রমুখ ও আলীকদম উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম বলেন, শিক্ষক হলো জাতির বড় সম্পদ,প্রতিটি মানুষের সফলতা ও পরিপূর্ণ মানুষ হওয়ার পিছনে শিক্ষকের অবদান অপরিসীম।একজন শিক্ষক একজন ছাত্রের বড় আইডল।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষা গুরুদের আজকে সম্মাননা দেওয়া হয়েছে এটি অনুকরণীয় হয়ে থাকবে আলীকদমে। সহকারী শিক্ষক সমিতিটিকে এগিয়ে নিতে সকলকে অনুরোধ ও তিনি প্রয়োজনীয় সহায়তা করবেন বলে আস্বস্ত করেন উক্ত অনুষ্ঠানে।

আরও পড়ুন