বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে ৯ কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে করে উপজেলা সদরের প্রায় অর্ধ লক্ষ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ ৫ কোটি ৭৮লক্ষ টাকা ব্যয়ে চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০লক্ষ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল।