আলীকদমে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ৯ জন

বান্দরবানের আলীকদমে দেশীয় অস্ত্রসহ ৯ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার টংকবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরাপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি গাদা বন্দুক, ২০টি ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র এবং অন্যান্য আলামতসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।

আলীকদম সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন, জ্যোতিবিকাশ চাকমা (২৮), আনন্দমোহন চাকমা (৭২), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)। তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মূল দল) সদস্য।

NewsDetails_03

এই বিষয়ে আলীকদম সেনাবাহিনীর জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার চাঁদাবাজি এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা তৎপর। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানিয়েছেন, সেনাসদস্যরা আটককৃতদের পুলিশে সোপর্দ করেছেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

আরও পড়ুন