আলীকদমে সেনা অভিযানে পপি ক্ষেত ধ্বংস

NewsDetails_01

আলীকদমে পপি ক্ষেত ধ্বংস করছে সেনা সদস্যরা
বান্দরবানের আলীকদম উপজেলায় আজ বুধবার বিকেলে এক সেনা অভিযানে নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। আলীকদম জোনের উপ অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা আনুমানিক ৩৫ শতক জমির নিষিদ্ধ পপি গাছ ধ্বংস করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা কুরুকপাতা ইউনিয়ন এর লাংরিন পাড়ার মৃত কনচং ম্রোর ছেলে সিয়াদুই ম্রো শীল চন্দ্র পাড়ায় ধান চাষের পাশাপাশি গোপনে পপি চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর টের পেয়ে সিয়াদু ম্রো পালিয়ে যায় বলে জানান যায়। পরে সেনাবাহিনী সব পপি গাছ উঠিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

আরও পড়ুন