আলীকদমে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় বিদেশ ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার। হোম কোয়ারেন্টাইনে থাকার সুবিধাসহ বিভিন্ন পরামর্শ দেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এই প্রবাসীর বাড়িতে যায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃসায়েদ ইকবাল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃমোঃমাহতাব উদ্দিন চৌধুরী, এসময় এই নির্দেশনা প্রদান করা হয়।

NewsDetails_03

এবিষয়ে ডাঃ মোঃমাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদেশ ফেরত প্রবাসীকে কিছু কানুন মেনে চলার পরামর্শ দিয়েছি। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। নিয়মিত উক্ত প্রবাসীকে পর্যবেক্ষণে রাখা হবে। স্বাস্থ্য পরিদর্শক উক্ত প্রবাসীর সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন বলে তিনি জানান।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল জানান,এক প্রবাসী বাড়ীতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে প্রবাসীর বাড়ীতে গিয়েছিলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরমর্শে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি প্রবাসীকে।

আরও পড়ুন