আলীকদমে ২ ইয়াবা কারবারি আটক

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২,৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আলীকদম থানার অফিসার ইনচার্জ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

NewsDetails_03

পুলিশ জানায়, আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বার ঘাট সংলগ্ন রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও মোহাম্মদ আলী (২৬)। এসময় তাদের দেহ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত দুইজনের বাড়ি ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যাবসা করছিলেন।

এই ব্যাপারে আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আলীকদম থানায় মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন