আলীকদমে ২ ব্যবসায়ী নিখোঁজ

NewsDetails_01

নিখোঁজবান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরীতে গরু কিনতে গিয়ে দুই গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর গরু ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন ও মোঃ ফুতু মিয়া রোহক ম্রো নামে এক ব্যক্তির সাথে গরু কিনতে আলীকদমের পোয়ামুহুরি যায়। কিন্তু আজ শনিবার পর্যন্ত পোয়ামুহুরী থেকে তারা বাড়ি ফিরে না আসার কারনে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারনা করছে তাদের পরিবার। তাদের বাড়ী আলীকদমের দারু সরর্দার পাড়ায় বলে জানা গেছে।
এদিকে শনিবার দুপুরে দুই ব্যবসায়ীর স্বজনরা তাদের সন্ধানের জন্য জেলার আলীকদম জোনে এই ব্যাপারে অভিযোগ দিয়েছে। দুর্গম এলাকাটিতে শসস্ত্র সন্ত্রাসীদের কর্মকান্ড থাকার কারনে প্রতিনিয়ত অপহরণ, চাঁদাবাজির শিকার হয় স্থানীয় ব্যবসায়ীরা।
এই ব্যাপারে মোঃ আরাফাত হোসেন এর স্ত্রী সাজেদা বেগম ফোনে পাহাড়বার্তাকে বলেন, তাদের কোন খোঁজ পাচ্ছিনা, আজকের মধ্যে কোন খবর না পেলে আমি রোববার আলীকদম থানায় সাধারন ডাইরি করবো।

আরও পড়ুন