বান্দরবানের আলীকদম উপজেলায় নারী উন্নয়নে কর্মহীন প্রশিক্ষিত ৩১ নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহযোগিতায় ও জেলা পরিষদের অর্থায়নে এসব মেশিন বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা।

আলীকদম সদরের ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে মেশিন প্রদান অনুষ্ঠানে আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য এনুচা মার্মা, উপজেলা আওয়াম ীলীগের সাংগঠনিক সম্পাদক ফোগ্য মার্মা, ফেরদৌস রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামশুল আলমসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা বলেন, নারীরা সেলাই ও এমব্রয়ডারির কাজ করে নিজেদের বেকারত্ব দূর করতে পারবে । সেই সাথে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
এর আগে এই কর্মহীন নারীদের জেলা পরিষদের অর্থায়নে গত সেপ্টেম্বর মাসে সেলাই ও এমব্রয়ডারি কাজের উপর প্রশিক্ষণ দেয়া হয়।