আলীকদম আওয়ামী লীগের নতুন সভাপতি মংব্রাচিং, সাধারণ সম্পাদক দুংড়ি

NewsDetails_01

আলীকদমে নির্বাচিত সভাপতি মংব্রাচিং ও সাধারণ সম্পাদক দুংড়ি
বান্দরবানের আলীকদম উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত ত্রি-বার্ষিক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে ছাতা প্রতীকে ৮০ ভোট পেয়ে সভাপতি মংব্রাচিং মার্মা ও টেবিল প্রতীক নিয়ে ৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে দুংড়ি মং মার্মা নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বনদ্বী সভাপতি প্রার্থী আনারস প্রতীক নিয়ে জামাল উদ্দিন পেয়েছেন ৬৮ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী মোরগ প্রতীক নিয়ে কফিল উদ্দিন বিএসসি পেয়েছেন ৬৯ ভোট। বুধবার সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা এর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে উপস্থিত জনতার মাঝে ফলাফল ঘোষণা করেন।
এর আগে আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। এতে বিশেষ অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী প্রধান বক্তা ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং) এমপির উপস্থিত থাকার কথা থাকলেও তার মায়ের অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি।
সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু ও মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, আলীকদম উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক মোজাম্মেল হক ও জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক মো. কামরুল হাসান টিপু।
সম্মেলনে জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ-জাতি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম.পির প্রচেষ্টায় পাহাড়ের তৃণমূল পর্যায়ে রাস্তা ঘাট, কালভার্ট ব্রিজ, স্বাস্থ্য, শিক্ষাসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

আরও পড়ুন