আলীকদম আওয়ামী শ্রমিকলীগের সভাপতি সাতুল, সাধারণ সম্পাদক সামশুল

NewsDetails_01

বান্দরবান জেলার আলীকদম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিতরা
বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের বান্দরবান জেলার আলীকদম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাতে আলীকদম প্রেসক্লাব চত্বরে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্টিত হয়। সভায় গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে সাতুল বড়ুয়া, সাধারন সম্পাদক পদে সামশুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে আমলাই ম্রো নির্বাচিত হয়।
এ উপলক্ষ্যে শ্রমিকলীগ নেতা সাতুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী। প্রধান বক্তা হিসাবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাফ্ফর আহমদ, সাধারণ সম্পাদক থোয়াইচহ্লা মার্মা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন বান্দরবান জেলা আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক মো. মুছা কোম্পানী। সম্মেলনে দুই শতাধিক নেতা কর্মী অংশগ্রহন করেন।

আরও পড়ুন