আলীকদম কলেজের ছাত্রছাত্রীদের বই বিতরণ করলেন বিএনপির নেতারা
বান্দরবানের আলীকদমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার স্বরুপ সদ্য আলীকদম কলেজের প্রথম ব্যাচের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১) নভেম্বর বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় নয়াপাড়া ইউনিয়নের রুপমহুরী রিসোর্টে কনফারেন্স রুমে আলীকদম উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই বই বিতরণ অনুষ্ঠানটি করেন। বই বিতরণ অনুষ্ঠানে কলেজের প্রথম ব্যাচের ৭০ জন শিক্ষার্থীকে এক সেট করে বই বিতরণ করা হয়।
এই সময় আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল সাফা ভূঁইয়া বাবু’র সভাপতিত্বে এবং আলীকদম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সাবেক সদস্য রিটল বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহম্মেদ, সি.যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, বান্দরবান জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক উজ্জল নার্থসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।