আলীকদম কিন্ডার গার্ডেন স্কুলের ভবন উদ্বোধন করলেন বীর বাহাদুর

আলীকদমে কিন্ডার গার্ডেন স্কুলের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বান্দরবানের আলীকদম কিন্ডার গার্ডেন স্কুলের নব-নির্মিত দুর্বার ভবনের উদ্ভোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি বৃহস্পতিবার সকালে স্কুলের ভবন উদ্বোধন করেন।
পরে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে অধ্যক্ষ নুরে জান্নাত শশীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় আলীকদম সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার মো. ইকবাল আখতার মিঞা, জোন কমান্ডার লে. কর্ণেল মো. সারোয়ার হোসেন, বান্দরবান জেলা প্রশাসক (এনডিসি) মাকসুদুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নায়িরুজ্জামান, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

আরও পড়ুন