এমনিতেই করোনায় বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে ঘরের দুয়ারে কড়া নাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ইতোমধ্যে আভাস দিয়ে যাচ্ছে ছোটখাটো কালবৈশাখীর ঝড়-তুফান। এমনিতেও নিকট অতীতে প্রাকৃতিক দুর্যোগের স্মৃতি সুখকর নয়।
২০১৭ সালের মধ্য জুনে ঝড় বাদল আর পাহাড় ধসে শুধুমাত্র রাঙামাটিতেই ঝড়ে পড়ে ১২০ টি তাজা প্রাণ। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে দেখতে না হয় সেজন্য আগাম প্রস্তুতি সেরে ফেলতে স্থানীয় প্রশাসনের তোড়জোর শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭মে) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনা বৃদ্ধি ও করনীয় নির্ধারন সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে । জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে আর যাতে কোন ক্ষতি না হয়, সেজন্য সকল দপ্তর প্রস্তুত রয়েছে। তাছাড়া, এবছর সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ২০টি আশ্রয় কেন্দ্র।
প্রস্তুতি সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।