ইউএনওকে অপসারণ ও শাস্তির দাবীতে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানের নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন
“উন্নত দেশ গড়তে উন্নত কর্ম পরিবেশ চাই” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রকৌশলীকে অবৈধ ভাবে গ্রেফতারের প্রতিবাদে ইউএনও মো: জসিম উদ্দিন এর অপসারণ ও শাস্তির দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই মাবনবন্ধন কোন পেশা বা কোন সার্ভিসের বিরুদ্ধে নই আমাদের এই মানববন্ধন ব্যক্তি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে কারন তিনি তার ইউএনও পদটি ব্যবহার করে এই অপকর্মটি করেছেন তাই ইউএনও মো: জসিম উদ্দিন এ অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নিবার্হী প্রকৌশলী মো. আবু তালেব চৌধুরী,সদর উপজেলার প্রকৌশলী মো. জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন