ইউপিডিএফ এর বান্দরবান জেলা সভাপতি ছোটন গ্রেফতার : মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ

NewsDetails_01

ইউপিডিএফ বান্দরবান জেলার সমন্বয়ক ছোটন কান্তি তংচঙ্গ্যা
ইউপিডিএফ বান্দরবান জেলার সমন্বয়ক ছোটন কান্তি তংচঙ্গ্যাকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন। বুধবার বিকেল সাড়ে ৩টায় পাহাড়ী ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুবফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে স্বণির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি শাখার সভাপতি দ্বিতীয়া চাকমার সভাপতিত্বে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মানিক চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার স্মরণে বুধবার বান্দরবানে ইউপিডিএফর স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান পন্ড করতে আইনশৃঙ্খলা বাহিনীর নগ্ন হস্তক্ষেপে ইউপিডিএফর বান্দরবান সমন্বয়ক ছোটন কান্তি তংচঙ্গ্যাকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করা হয় সমাবেশ থেকে।
উল্লেখ্য, গতরাতে বান্দরবানের বালাঘাটা থেকে ইউপিডিএফ সংগঠক ছোটন কান্তি তঞ্চগ্যাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন